নরওয়ে রাজপরিবারের সদস্য মারিয়াস বোর্গ হোইবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ নভেম্বর, মঙ্গলবার নরওয়ে পুলিশ এই তথ্য জানায়। পুলিশ জানায়, ২৭ বছর বয়সী মারিয়াসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি এক নারীকে এমনভাবে যৌনাচারে লিপ্ত হয়েছেন, যিনি অচেতন ছিলেন বা শারীরিক অবস্থার কারণে নিজেকে রক্ষা করতে পারছিলেন না। তবে পুলিশ স্পষ্ট করেছে যে, মারিয়াস সহবাস করেননি।
অভিযোগকারী নারী, বয়সে ২০-এর কোঠায়, মারিয়াসকে আগে চিনতেন না। দুজনের প্রথম দেখা ওইদিনই ঘটে। তার আইনজীবী হেগ সলোমন জানিয়েছেন, তরুণী মারিয়াসের সঙ্গে কোনো সম্পর্কেও ছিলেন না। ঘটনার পরপরই মারিয়াসকে গ্রেপ্তার করা হয় এবং তাকে স্থানীয় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাঁর আইনজীবী বলেছেন, মারিয়াস অভিযোগ অস্বীকার করেছেন।
এছাড়াও, মারিয়াসের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। চার নারীর এবং এক পুরুষের সঙ্গে একাধিক অপরাধের ঘটনায় তাঁর নাম এসেছে। এর মধ্যে তিনটি নারীর সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা যায় এবং তাঁদের মধ্যে একাধিক ক্ষেত্রে নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া, মারিয়াসের বিরুদ্ধে এক পুরুষকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
মারিয়াস, মেটে-ম্যারিট ও যুবরাজ হোক্কন দম্পতির বড় সন্তান। তিনি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্বে নেই, তবে তার ছোট ভাই-বোনেরা, রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা ও রাজকুমার সার্ভার ম্যাগনাস, রাজকীয় দায়িত্ব পালন করেন।