ব্র্যাক ব্যাংক পিএলসি এশিয়ার “সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার” সম্মাননা অর্জন করেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ‘গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই পুরস্কার গ্রহণ করেন।
ব্র্যাক ব্যাংক এই স্বীকৃতি পেয়েছে পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সম্পর্কিত অর্থায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য। মাত্র এক বছরের বেশি সময়ের মধ্যে ব্যাংক ওয়াটার ডট ওআরজির সহযোগিতায় একটি শক্তিশালী ওয়াশ পোর্টফোলিও তৈরি করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ স্যানিটেশন সুবিধা ও আট লাখেরও বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা উপভোগ করছে।
ব্র্যাক ব্যাংকের এএমডি সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা দেওয়া নয়, বরং সমাজের সবচেয়ে প্রয়োজনীয় সেবাগুলো পৌঁছে দেওয়া। এই পুরস্কার আমাদের প্রচেষ্টা আরও দৃঢ় করবে।”