শ্রম ও কর্মসংস্থান খাতে সরকারী সংস্কারের প্রক্রিয়ায় সরকার শ্রমিকদের বেতন সরাসরি দেবে না বরং মালিকদেরকে বেতন প্রদানের দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানীতে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “শ্রম আইন ও নীতি সংস্কারের মাধ্যমে শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা দেওয়ার দিকে সরকার গুরুত্বারোপ করছে। কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না। তবে শ্রমিকদের বেতন প্রদান ব্যবস্থা সরকার নয়, মালিকদের দায়িত্বে থাকবে।”
ড. সাখাওয়াত হোসেন আরও জানান, শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে। “আমরা চাই শ্রমিকরা যেন তাদের অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত না হন। নতুন সংস্কার কার্যকর হলে শ্রম খাতে ব্যাপক পরিবর্তন আসবে,” তিনি বলেন।
উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্য হলো শ্রম খাতকে আরও কার্যকর, স্বচ্ছ এবং শ্রমিকবান্ধব করা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যবিমা ও বেতন প্রদানের ক্ষেত্রে মালিকদের দায় নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, “শ্রমিকরা যেন নিরাপদ, সুষ্ঠু ও সম্মানজনক পরিবেশে কাজ করতে পারে, সেই পরিবেশ গড়াই আমাদের উদ্দেশ্য।”
শ্রমখাতে সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ড. সাখাওয়াত। তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই এই সংস্কার কার্যকর হলে শ্রমিক ও মালিক উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।


