ইউনিয়ন ব্যাংক পিএলসি.-এর সম্মানিত পরিচালক ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. শহিদুল ইসলাম জাহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ২১ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ড. জাহীদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকরা এ সময় উপস্থিত থেকে তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিভাগটি আরও অগ্রসর হবে এবং দেশের ব্যাংকিং ও বীমা খাতে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. শহিদুল ইসলাম জাহীদ দীর্ঘদিন ধরে ব্যাংকিং ও বীমা শিক্ষার সাথে সম্পৃক্ত এবং গবেষণামূলক কার্যক্রমে অবদান রেখে আসছেন। পাশাপাশি তিনি ব্যাংকিং খাতের উন্নয়নে নীতি ও দিকনির্দেশনা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার এ নিয়োগকে ব্যাংক ও শিক্ষা অঙ্গনের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে।