Saturday, November 8, 2025
Home স্বাস্থ্য বার্তা ১২০০ টাকায় ডায়ালাইসিসের লক্ষ্যমাত্রা সরকারের : স্বাস্থ্য উপদেষ্টা

১২০০ টাকায় ডায়ালাইসিসের লক্ষ্যমাত্রা সরকারের : স্বাস্থ্য উপদেষ্টা

ডায়ালাইসিসকে সহজলভ্য করতে সরকার সোনার বাংলা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, লক্ষ্যমাত্রা ১২০০ টাকায় ডায়ালাইসিস।
অন্তর্বর্তী সরকারের এক বছরের স্বাস্থ্যখাতের অর্জন ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে আজ বৃহস্পতিবার প্রেসব্রিফিং করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এতে পুরো বছরের চিত্র তুলে ধরেন। এ সময় আগামীতে তাদের কাজের পরিকল্পনাও জানান।
চিকিৎসা কাঠামো ও পদোন্নতি-নিয়োগ
সরকারি চিকিৎসা কাঠামোয় দীর্ঘদিনের অচলাবস্থার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, সাত হাজার চিকিৎসককে সুপার নিউমারারি পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হবে। সেপ্টেম্বরে তিন হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। নার্সদের পোস্টিং তাদের চয়েজ অনুযায়ী অটোমেশন পদ্ধতিতে হচ্ছে, চিকিৎসকদের ক্ষেত্রেও এই পদ্ধতি চালু করা হবে। শূন্যপদে পদোন্নতির কাজ শেষ হবে দুই সপ্তাহের মধ্যে। ডায়ালাইসিস সেবা ও হৃদরোগ ইনস্টিটিউট ডায়ালাইসিসকে সহজলভ্য করতে সরকার সোনার বাংলা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। লক্ষ্যমাত্রা- ১২০০ টাকায় ডায়ালাইসিস। হৃদরোগ ইনস্টিটিউটে আগে শিফটে কাজ চলত, এখন দ্বিতীয় শিফট চালু হয়েছে। একই ধারা কুয়েত মৈত্রী হাসপাতালেও চালু করা হয়েছে। ভবিষ্যতে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালু করার পরিকল্পনা চলছে।
জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসা ও দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতে পরিবর্তনের চিত্র তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সরকার আহত ও শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, প্রাণপণে কাজ করেছি। অনেক প্রাণ বাঁচাতে পেরেছি, আবার কিছু প্রাণ হারিয়ে ফেলেছি- কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল।
মেডিকেল শিক্ষায় নৈতিকতা সংযোজনের উদ্যোগ, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ডায়ালাইসিস সেবা নিশ্চিতের কথা জানান। জনবল সংকট কাটাতে নতুন নিয়োগ ও বঞ্চিতদের পদোন্নতির উদ্যোগের চিত্রও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, আন্দোলনের সময় দুই ভাগে বিভক্ত ছিল অনেকে। একদল চিকিৎসা দিতে বাধা দিয়েছে। আরেক দল নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণপণে চিকিৎসাসেবা দিয়েছেন। বিশ্বের সাতটি দেশ থেকে চিকিৎসক আনা হয়েছে। তার মধ্যে সিঙ্গাপুর ছাড়া সবাই নিজের খরচে এসেছেন। নেপাল সরকার ৪০টি কর্নিয়া ডোনেট করেছে, যা এই সহযোগিতার একটি বড় দৃষ্টান্ত। এছাড়া ৭৮ জন আহতকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, আরো ২৬ জন যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।
এয়ার অ্যাম্বুলেন্স সংকট ও বিদেশি সহায়তা 
নূরজাহান বেগম বলেন, সরকারের নিজস্ব কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই। তাই সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সহযোগিতায় রোগী পরিবহন করতে হয়েছে।
রোবটিকস ফিজিওথেরাপি ও এআই রোবট 
আঘাতপ্রাপ্তদের পুনর্বাসনে ব্যাংককে পাঠানো হয়েছে রোবটিকস ফিজিওথেরাপির জন্য। চীন সরকার ৬২টি চিকিৎসা-সহায়ক রোবট দিয়েছে, যার মধ্যে ১৬টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ। এছাড়া ২৭ জনকে রোবট পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আরো ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশের সব নাগরিক উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেডিকেল শিক্ষা ও নৈতিকতা শিক্ষা 
বর্তমানে দেশে সরকারি ৩৭টি, বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে। বেসরকারির জন্য নীতিমালা থাকলেও সরকারির জন্য ছিল না। এখন অভিন্ন নীতিমালায় পরিচালনা করা হবে। কিছু মেডিকেল কলেজকে একীভূত বা মার্জ করার চিন্তাও রয়েছে। এছাড়া যেসব বিষয়ে শিক্ষার্থীরা আগ্রহী নয়, সেসব বিভাগে বেতন ৫০ শতাংশ বাড়ানো হয়েছে, আরো ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করতে একটি কমিটি গঠন এবং নতুন বই প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব সারওয়ার আলী, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ডিজি আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি নাজমুল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের...

মৌসুমের প্রথম কুয়াশা ঢেকে দেবে রাজধানীর যেসব এলাকা

বাংলাদেশে শীতের আগমনী সংকেত হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম কুয়াশা ধেয়ে আসছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে...

তৈরি পোশাক খাতের সব ধরনের অভিযোগ সমাধান করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল

তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব নিচ্ছে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। এতদিন সংস্থাটি শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয় দেখভাল...

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিরোধমূলক চিকিৎসা ও গবেষণার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ,...

Recent Comments