Tuesday, November 18, 2025
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড তার গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ব্যাংকের সাফল্যে অবদান রাখা গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আইএফআইসি ব্যাংক তার যাত্রাপথে সর্বদা গ্রাহকের আস্থা ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং আগামীতেও উদ্ভাবনী সেবা ও দক্ষতার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শুভেচ্ছা বক্তব্যে বলেন, বর্তমানে আইএফআইসি ব্যাংক শাখা ও উপশাখা মিলিয়ে ১৪১৫টি আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। ৬ হাজারেরও বেশি দক্ষ কর্মকর্তা-কর্মচারী ব্যাংকটির সেবাকে দেশব্যাপী জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল ব্যাংকিং, প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহকবান্ধব কার্যক্রম সম্প্রসারণে আইএফআইসি অগ্রণী ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের সমাপনীতে অতিথিবৃন্দ ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি ভাগাভাগি করেন।

প্রতিষ্ঠার পর থেকে চার দশকেরও বেশি সময় ধরে আইএফআইসি ব্যাংক দেশের আর্থিক খাতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠজনদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর...

হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৫ নভেম্বর) সবশেষ ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে...

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র এবং প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ সেবা বন্ধ করছে

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সেবা...

Recent Comments