শেয়ার বাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন সদস্য রোকসানা জামান তার মালিকানাধীন বিপুল সংখ্যক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি মোট ৪৬ লাখ শেয়ার তার স্বামী ও কোম্পানির উদ্যোক্তা টি.এম হায়াতুজ্জামানকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
সূত্র জানায়, এই শেয়ার হস্তান্তর লেনদেন সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। উপহার আকারে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে রোকসানা জামানকে আগামী ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, বর্তমানে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে কোম্পানিটির মোট শেয়ারের ৪০.৯৮ শতাংশ। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করছেন ১২.০৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের দখলে রয়েছে ৪৬.৯৮ শতাংশ। রোকসানা জামানের শেয়ার হস্তান্তরের ফলে উদ্যোক্তা পরিচালকদের শেয়ারহোল্ডিংয়ে সামান্য পরিবর্তন হলেও সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের অনুপাত অপরিবর্তিত থাকবে।


