Tuesday, November 18, 2025
Home কর্পোরেট সৌদি-বাংলাদেশ বিজনেস সামিটে অংশীদার মেঘনা ব্যাংক

সৌদি-বাংলাদেশ বিজনেস সামিটে অংশীদার মেঘনা ব্যাংক

রাজধানীর শেরাটন হোটেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী **সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫ । এ সম্মেলনের উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণ করা।

সম্মেলনে বিভিন্ন খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম মেঘনা ব্যাংক লিমিটেড, যারা সিলভার স্পনসর হিসেবে সামিটে অংশগ্রহণ করেছে। এসএবিসিসিআই-এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি এখানে একটি এক্সক্লুসিভ স্টল স্থাপন করেছে। স্টলে ব্যাংকের আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক পণ্য এবং বিনিয়োগ বিষয়ক সুযোগ-সুবিধা তুলে ধরা হচ্ছে।

সম্মেলনের প্রথম দিনে মেঘনা ব্যাংকের স্টল উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কাজী ফারহানা জাবিন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পারে। মেঘনা ব্যাংকের অংশগ্রহণকে তারা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠজনদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর...

হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৫ নভেম্বর) সবশেষ ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে...

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র এবং প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ সেবা বন্ধ করছে

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সেবা...

Recent Comments