Tuesday, November 18, 2025
Home পুঁজিবাজার সিভিও পেট্রোকেমিক্যালের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিভিও পেট্রোকেমিক্যালের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ২০২৪-২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন শেষে দাঁড়ায় ১০ টাকা ৩১ পয়সা। পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা নিশ্চিত করতে স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যা রিজার্ভ থেকে প্রদান করা হবে। এ সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

পূর্ববর্তী বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যখন ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা। তার আগের বছর সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) অনুযায়ী, কোম্পানিটির সর্বশেষ রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫ দশমিক ৩১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৯২ শতাংশ শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৫ নভেম্বর) সবশেষ ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে...

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র এবং প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ সেবা বন্ধ করছে

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সেবা...

দেশ গার্মেন্টসের আয় কমেছে ৬০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের...

মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ

শেয়ারবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

Recent Comments