Tuesday, June 17, 2025
Home জাতীয় রাজনীতি হাসিনার চক্রান্তে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

হাসিনার চক্রান্তে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেছেন, দেশের জনগণকে এখন আরও বেশি সতর্ক থাকতে হবে, যেন তারা কোনো চক্রান্তের শিকার না হন। রোববার বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ফখরুল বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা ইতোমধ্যেই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। কিন্তু এখন নতুন চক্রান্ত শুরু হয়েছে। আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।”

তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য এককভাবে সরকার দায়ী। “দেশের স্থিতিশীলতা বিনষ্টের পেছনে হাসিনার ফ্যাসিস্ট রেজিমেরই হাত রয়েছে,” বলেন ফখরুল।বিএনপির মহাসচিব তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে ‘সফল’ দাবি করে বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা। সেটি আমরা করতে পেরেছি।”

 

তিনি জানান, গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ তিনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অংশ নেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন এবং তার চিকিৎসা চলছে। তবে যুক্তরাষ্ট্রে চিকিৎসার বিষয়ে তিনি কিছু জানাননি।

ফখরুল বলেন, “একটি অন্ধকারকে আরেকটি অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। আমাদেরকে গণতন্ত্রের আলোকবর্তিকা জাগিয়ে এগিয়ে যেতে হবে।”তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”

‘অপারেশন ডেভিল হান্ট’ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, “আমি বাইরে ছিলাম, তাই বিস্তারিত জানি না। তবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটি অবশ্যই স্বাগত জানানো উচিত। এতদিন পর হলেও কারো বোধোদয় হয়েছে, এজন্য ধন্যবাদ জানাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তেহরান থেকে দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ

ইসরাইলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের...

বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের...

২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে

২০২৫ সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র (NID) পাননি বা নতুন ভোটার হননি, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার ঘরে বসেই অনলাইনে আবেদন...

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর...

Recent Comments