**ওয়ালটন পেল সাফার গোল্ড অ্যাওয়ার্ড: দেশের জন্য গর্ব**
গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তৃতীয়বারের মতো সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০২৩ সালের সেরা আর্থিক প্রতিবেদনের জন্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।
গত ১১ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লেকসাইডে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহ। সাফার সভাপতি হেসানা কুরুপ্পু ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হকের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সাফার স্থায়ী সচিব ড. জয়কুমার বাত্রা, ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ালটনের সিএফও মো. জিয়াউল আলম বলেন, “ওয়ালটনের এই সাফল্য শুধু প্রতিষ্ঠান নয়, সমগ্র বাংলাদেশের গৌরব। আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি ও স্বচ্ছতার মানদণ্ড বজায় রেখে ওয়ালটন সবসময় ব্যবসা পরিচালনা করে। সাফার স্বীকৃতি আমাদের আরো বেশি দায়িত্বশীল করে তুলেছে।”
সাফা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং মানোন্নয়নের জন্য কাজ করে। এই সংগঠন আন্তর্জাতিক মান বজায় রেখে আর্থিক প্রতিবেদন উপস্থাপনায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়।
উল্লেখ্য, ওয়ালটন পূর্বেও সাফার গোল্ড অ্যাওয়ার্ড জয় করেছিল। এ বছরও প্রতিষ্ঠানটি তাদের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং গুণগত মান ধরে রাখার মাধ্যমে এই সম্মান অর্জন করে। বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে এই অর্জন দেশের শিল্পখাতে নতুন মাত্রা যোগ করেছে।