সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে বেশ চাঙ্গাভাবেই। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মোট ১০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বলে জানিয়েছে ডিএসই সূত্র।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি। প্রতিষ্ঠানটির মোট ৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৮৫ লাখ টাকা।
এই তিনটি কোম্পানির পাশাপাশি আরও সাতটি প্রতিষ্ঠান দিনটিতে উল্লেখযোগ্য লেনদেন করেছে। এদের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, যার প্রভাব লেনদেনের গতি এবং পরিমাণে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে আর্থিক ও শিল্প খাতভুক্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।