Tuesday, June 17, 2025
Home অর্থ-বানিজ্য বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে ও কমছে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে ও কমছে

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

প্রতিবারের মতো এবারও বাজেটে কিছু পণ্যের ওপর কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যার ফলে সেগুলোর দাম বাড়তে পারে। অন্যদিকে, কিছু খাতে করছাড় ও ভর্তুকির ফলে কিছু পণ্যের দাম কমে আসার সম্ভাবনাও রয়েছে।

কনভেনশন হল ও কনফারেন্স সেন্টারের সেবায় উৎসে কর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব থাকায় বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের খরচও বাড়তে পারে।

একাধিক গাড়ির মালিকদের জন্য পরিবেশ সুরচার্জের হার বাড়িয়ে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা করার চিন্তা রয়েছে, যা বর্তমানে ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ধার্য আছে।

রেফ্রিজারেটর, ফ্রিজার ও এসিতে ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ, মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশে ভ্যাট ২ শতাংশ থেকে ৪ শতাংশ করা হতে পারে। এলপিজি সিলিন্ডারে ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব থাকছে।

সিমেন্টশিট, ফেরো ম্যাঙ্গানিজ, ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ ও ফেরো সিলিকন অ্যালয়ের উৎপাদনে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইভাবে, লিফট উৎপাদনে ও নির্মাণ সেবায় ভ্যাট বাড়ানো হতে পারে।

ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, রাইস কুকার, আয়রনসহ নানা গৃহস্থালী পণ্যে ৫ শতাংশ হারে নতুন করে ভ্যাট বসানোর প্রস্তাব আসতে পারে।

ফোর স্ট্রোক থ্রি হুইলারে ভ্যাট সাড়ে ৭ শতাংশ এবং কটন সুতা ও কৃত্রিম আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন উৎপাদনে ভ্যাট বৃদ্ধির চিন্তাভাবনা রয়েছে।

যাত্রীসেবা বাড়াতে ১৬ থেকে ৪০ আসনের বাস আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার চিন্তা রয়েছে, এতে বাসের দাম কমতে পারে।

সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র ও হাতে তৈরি মাটির পণ্যে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে।

কম্পিউটার ও যন্ত্রাংশ, সব ধরনের ফল এবং স্থানীয় ঋণপত্রে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

এলএনজি আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর অব্যাহতি দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে খরচ কমে আসে।

স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবারে ভ্যাট ছাড়ের পাশাপাশি ই-বাইকের উৎপাদন ও উপকরণ আমদানি এবং ফ্রিজ-এসির কম্প্রেসার উৎপাদনের উপকরণে ভ্যাট অব্যাহতির প্রস্তাব আসতে পারে।

বিদ্যুৎ ক্রয়, বিদেশি ক্রেতার এজেন্ট কমিশন, জমি ও ফ্ল্যাটের নিবন্ধন খরচ ও উৎসে কর কমানোর পরিকল্পনাও রয়েছে।

রিটার্ন দাখিলে জটিলতা কমিয়ে ৩৯টি সেবার মধ্যে ১২টিতে কেবল টিআইএন দাখিল করলেই চলবে—এমন প্রস্তাব আসছে এবারের বাজেট প্রস্তাবনায়।

সামগ্রিকভাবে, নতুন বাজেটে কর কাঠামোর এ পরিবর্তনের প্রভাব পড়বে ভোক্তা জীবন, বাজার এবং শিল্প-ব্যবসায়িক খাতে। সংসদে উপস্থাপিত হওয়ার পর বাজেট প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী দিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ইরানে...

কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী ওসি নাজনীন সুলতানা

সতের টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা জেলায় থানার সংখ্যা আঠারো । এসব থানার কোনোটিতে নাজনীন সুলতানার আগে কেউ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন...

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (১৫ জুন) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংক...

আবু সাঈদ হত্যা: এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...

Recent Comments