Tuesday, June 17, 2025
Home জাতীয় রাজনীতি নির্বাচন নিয়ে দ্রুত দিকনির্দেশনা চান খন্দকার মোশাররফ

নির্বাচন নিয়ে দ্রুত দিকনির্দেশনা চান খন্দকার মোশাররফ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনগণকে নির্বাচনমুখী করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা ব্যর্থ করতে হবে।

তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়ার আড়ালে দীর্ঘদিন ক্ষমতায় থাকা কোনও বুদ্ধিমানের কাজ হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শুরু করবে, আর নির্বাচিত সরকার সেটি সম্পন্ন করবে। জনগণের প্রধান অধিকার হচ্ছে ভোটাধিকার। তাই নির্বাচনের রোডম্যাপ তৈরি এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত।”

খন্দকার মোশাররফ আরও বলেন, “রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে। এটি সরকারের জন্যও একটি সুযোগ হবে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের।”

তিনি সতর্ক করেন যে নির্বাচন সামনে রেখে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল তৈরি করা হচ্ছে। তার মতে, “বাংলাদেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ ভারতও উসকানি দিচ্ছে। কিন্তু আমাদের সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “এই সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। তাদের দায়িত্ব জনগণের অধিকার নিশ্চিত করা। বৈষম্য দূর করতে দ্রুত সংস্কার প্রয়োজন।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু বাংলাদেশের মানুষ অতীতেও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। এবারও জনগণ সেই ঐতিহ্য ধরে রাখবে।”

আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমান এবং বাংলাদেশ সাম্যবাদী দলের নূর ইসলাম। বক্তারা দেশের চলমান সংকট ও রাজনৈতিক সমাধানের উপায় নিয়ে মতামত দেন।

এদিন বক্তারা সরকারের প্রতি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা মনে করেন, জনগণের আস্থা অর্জন করতে সঠিক পরিকল্পনা এবং দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের...

২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে

২০২৫ সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র (NID) পাননি বা নতুন ভোটার হননি, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার ঘরে বসেই অনলাইনে আবেদন...

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর...

পোশাক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ ইরান-ইসরায়েল যুদ্ধ: বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি

বাংলাদেশের পোশাক শিল্প এমনিতেই স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ, উচ্চ ব্যাংক সুদ ও মূল্যস্ফীতিসহ নানা কারণে নিষ্পেষিত দেশের...

Recent Comments