পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এম. রেজাউল আলম তার ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে জানা গেছে, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী ২৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
রেজাউল আলম শেয়ারগুলো পরিবারের সদস্যদের উপহার হিসেবে হস্তান্তর করবেন। এর মধ্যে তার কন্যা রোশমি রুহি ৬০ লাখ ৬০ হাজার শেয়ার এবং তার স্ত্রী ফাহিমা হোসনা একই পরিমাণ শেয়ার পাবেন।
উল্লেখ্য, শেয়ার হস্তান্তরের এমন সিদ্ধান্ত কোম্পানির শেয়ার বাজার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে। শেয়ার হস্তান্তরের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


