Tuesday, December 9, 2025
Home জাতীয় রোকেয়ার চেতনাকে ধারণ করে অগ্রগতির পথে হাঁটার আহ্বান প্রধান উপদেষ্টার

রোকেয়ার চেতনাকে ধারণ করে অগ্রগতির পথে হাঁটার আহ্বান প্রধান উপদেষ্টার

নারী শিক্ষা, অধিকার, মানবিক মূল্যবোধ ও নারীর ক্ষমতায়নে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছরের বেগম রোকেয়া পদক চার বিশিষ্ট নারীর হাতে তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি দেশের নারী সমাজের এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে রোকেয়ার চিন্তা, চেতনা ও সমাজ সংস্কারের দর্শনকে ধারণ করার আহ্বান জানান। ‘আমিই রোকেয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দেন। তার মতে, নারীর উন্নয়নকে প্রাধান্য দেয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ের নামেই শক্তি ও মর্যাদার প্রতিফলন থাকা জরুরি।

এ বছর যেসব চার নারী বেগম রোকেয়া পদক অর্জন করেছেন, তারা হলেন— নারী শিক্ষা গবেষণায় খ্যাতিমান শিক্ষাবিদ ড. রুভানা রাকিব, নারী অধিকারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কল্পনা আক্তার, মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে সক্রিয় ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ ও খেলাধুলায় অবদান রাখা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

সংবর্ধিত নারীদের হাতে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম রোকেয়া শুধু নারীর পথপ্রদর্শকই নন, আমাদের সমাজ বিনির্মাণের দিশারী। তার স্বপ্ন পূরণে যারা কাজ করছেন, তারাই নতুন বাংলাদেশের নির্মাণে সহায়ক শক্তি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও প্রতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা

খেলাপি বিনিয়োগ আদায়ে অর্থঋণ আদালতে দায়ের করা মামলার সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্যানেল আইনজীবীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছে এক্সিম ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল...

যশোরে এমটিবির উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সহযোগিতায় যশোরে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এডিবির অর্থায়নে ও...

তফসিল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন কমিশনার মাসউদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসনিক মহলেও এখন...

রোকেয়ার চেতনাকে ধারণ করে অগ্রগতির পথে হাঁটার আহ্বান প্রধান উপদেষ্টার

নারী শিক্ষা, অধিকার, মানবিক মূল্যবোধ ও নারীর ক্ষমতায়নে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছরের বেগম রোকেয়া পদক চার বিশিষ্ট নারীর হাতে তুলে দেওয়া হয়েছে।...

Recent Comments