Tuesday, December 9, 2025
Home কর্পোরেট সিটি আইটি মেগা ফেয়ারে টেকনোর মেগাবুক প্রদর্শনী

সিটি আইটি মেগা ফেয়ারে টেকনোর মেগাবুক প্রদর্শনী

রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’। প্রযুক্তিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্ভাবনী পণ্য নির্মাতা টেকনোর জনপ্রিয় মেগাবুক ল্যাপটপ সিরিজ। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলা এ মেলায় বৈশ্বিক ও দেশীয় ব্র্যান্ডের নানা প্রযুক্তি পণ্যের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে মূল্যছাড়, বিশেষ অফার এবং এক্সক্লুসিভ গিফট প্যাকেজ।

টেকনোর মেগাবুক সিরিজ দেখতে এবং কিনতে স্টার টেক, রায়ানসসহ বিভিন্ন আউটলেট থাকছে ক্রেতাদের প্রধান গন্তব্য। মেগাবুক সিরিজের চারটি আলোচিত মডেল—মেগাবুক কে১৫এস এএমডি, কে১৬এস এএমডি, টি১ ১৫.৬ ১৩তম জেন এবং মাত্র ৯৯৯ গ্রাম ওজনের টি১৪ এয়ার—গ্রাহকদের কাছে বিশেষভাবে নজর কাড়ছে।

ইনটেল-ভিত্তিক ল্যাপটপ ক্রেতারা পাচ্ছেন টেকনো ওয়াচ নিও, আর রাইজেন-ভিত্তিক মডেলে থাকছে টেকনো বাডস ৪ গিফট হিসেবে। কর্মক্ষমতা, ডিজাইন ও বহনযোগ্যতার দিক থেকে মডেলগুলোকে দেশীয় বাজারে প্রতিযোগিতামূলক বলে মনে করছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই টেকনো তাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দিয়েছে। মেগাবুক এস১৪ সম্প্রতি IFA ২০২৫-এ ‘গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে, আর মেগাবুক টি১ পেয়েছে ‘রেড ডট প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ড’।

মেলায় টেকনোর এক্সক্লুসিভ অফার ও ল্যাপটপ মডেল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে ব্র্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রকল্প বাস্তবায়নে দায়িত্বহীনতা বড় বাধা: পরিকল্পনা সচিব

দেশের উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে দায়িত্বহীনতা ও জবাবদিহির অভাবে—এমন মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার। তিনি বলেন, “প্রকল্প পাশের...

এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা

খেলাপি বিনিয়োগ আদায়ে অর্থঋণ আদালতে দায়ের করা মামলার সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্যানেল আইনজীবীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছে এক্সিম ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল...

যশোরে এমটিবির উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সহযোগিতায় যশোরে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এডিবির অর্থায়নে ও...

Recent Comments