ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানান।
বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছি। আজ আমরা যে ঐক্যের সুর তৈরি করেছি, সেটি নিয়েই নির্বাচনে যেতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, আর সেই সময় এই ঐক্য বজায় থাকাটা অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদে যেভাবে আমরা স্বাক্ষর করেছি, রাজনৈতিক নেতাদেরও উচিত বসে একত্রিত হয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি সনদ তৈরি করা। যাতে নির্বাচন সুন্দরভাবে হয় এবং আমরা পুরোনো সমস্যার পুনরাবৃত্তি থেকে মুক্তি পাই।’
ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নিজেদের মধ্যে বসে ঠিক করুন কিভাবে নির্বাচনকে উৎসবমুখর ও স্মরণীয় করা যায়। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে এই সনদ তৈরি করার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও উদাহরণস্বরূপ হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘নির্বাচনে পুলিশকে মধ্যস্থতা করতে হবে না, ধাক্কাধাক্কি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার প্রয়োজন নেই। নিজেদের উদ্যোগে ও দায়িত্বশীলভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন করতে চাই যা জাতির জন্য গর্বের, আন্তর্জাতিকভাবে উদাহরণ হিসেবে প্রমাণিত হবে। জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।’
ড. ইউনূসের আহ্বান রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করছে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে, আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।