শেয়ার বাজারে তালিকাভুক্ত ও দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (স্কয়ার ফার্মা) চলতি মাসের ২২ অক্টোবর বোর্ড সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির এই সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভায় প্রতিবেদন অনুমোদিত হলে তা প্রকাশ করা হবে এবং একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত লভ্যাংশ ঘোষণাও আসতে পারে।


