Tuesday, November 18, 2025
Home কর্পোরেট দারাজে শুরু হলো ১০.১০ ব্র্যান্ড রাশ ক্যাম্পেইন

দারাজে শুরু হলো ১০.১০ ব্র্যান্ড রাশ ক্যাম্পেইন

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আবারও নিয়ে এসেছে বছরজুড়ে বহুল প্রতীক্ষিত ১০.১০ ব্র্যান্ড রাশ ক্যাম্পেইন। ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

গ্রাহকরা এখানে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ফ্ল্যাশ সেল, মেগা ডিল, হট ডিল এবং জনপ্রিয় ১০/১০০/১০০০/১০০০০ টাকার বিশেষ অফার থাকছে প্রতিদিন। ১০ টাকার বিশেষ ডিল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ অক্টোবর দুপুর ৩টা ও রাত ৯টায়, আর ১২ থেকে ১৬ অক্টোবর প্রতিদিন দুপুর ৩টায়। পাশাপাশি সাইট-ওয়াইড ডেলিভারি ডিসকাউন্ট ও ৭৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি থাকছে ক্রেতাদের জন্য।

দারাজ মল গ্রাহকদের দিচ্ছে শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা। কোনো নকল প্রমাণিত হলে তিনগুণ অর্থ ফেরত দেওয়া হবে। ডানো, লোটো, হায়ারসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে এক্সক্লুসিভ ছাড় থাকছে এখানে।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ দুটি প্রতিযোগিতা। দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ এর মাধ্যমে সর্বাধিক অর্ডারকারী একজন ক্রেতা জিততে পারেন রিভো ইলেকট্রিক স্কুটার। এছাড়া, প্রি-ইভেন্ট ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতার বিজয়ী ইতোমধ্যে পেয়েছেন একটি হায়ার ওয়াশিং মেশিন।

 

বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট ব্র্যান্ড ও ক্যাটাগরিতে অতিরিক্ত ছাড় থাকবে— ১০ অক্টোবর লাইফস্টাইল ডে, ১১ অক্টোবর আইসিই ব্র্যান্ড ডে, ১২ অক্টোবর ফ্যাশন ডে, ১৪ অক্টোবর ইলেকট্রনিক্স ডে, আর ১৫–১৬ অক্টোবর এফএমসিজি ডে। ইউনিলিভার, বাটা, রিয়েলমি, হিমালয়া প্রভৃতি ব্র্যান্ড যুক্ত হয়েছে এই উদ্যোগে।

দারাজ বিভিন্ন ব্যাংক ও বিকাশের সাথে অংশীদার হয়ে দিচ্ছে প্রিপেমেন্টে ১২% পর্যন্ত ছাড়, ইএমআই সুবিধা এবং এক্সক্লুসিভ ভাউচার। দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, “এই ক্যাম্পেইন শুধু ছাড় নয়, এটি আসল ব্র্যান্ডেড পণ্য কেনার পূর্ণ নিশ্চয়তা ও সেরা অভিজ্ঞতা।”

গ্রাহকদের ফ্ল্যাশ ভাউচার ও রিয়েল-টাইম আপডেট পেতে দারাজ অ্যাপ ও সোশ্যাল মিডিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠজনদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর...

হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৫ নভেম্বর) সবশেষ ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে...

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র এবং প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ সেবা বন্ধ করছে

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সেবা...

Recent Comments