ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক ফোরাম দেশের বিভিন্ন জেলা থেকে আজ ৬ অক্টোবর ২০২৫ সোমবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ সময় ব্যাংক খাতের অর্থ লুটকারী এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, এসব অবৈধ নিয়োগ ব্যাংকের শৃঙ্খলা ও গ্রাহক সেবা নষ্ট করেছে।
মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, সচেতন ব্যবসায়ী ফোরাম, প্রাক্তন ব্যাংকার পরিষদ, বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ, ইসলামী ব্যাংক সিবিএসহ সচেতন পেশাজীবী ও ব্যাংকাররা অংশ নেন। বক্তারা জানান, ২০১৭ সালে এস আলম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাংক জবরদখল করে নিয়োগ কার্যক্রমে অনিয়ম চালিয়েছে। বিশেষ করে পটিয়া ও চট্টগ্রামের লোকদের অগ্রাধিকার দিয়ে চাকরি প্রদান করা হয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছে।
সমাবেশে বলা হয়, ব্যাংক প্রতি বছর অবৈধ কর্মকর্তাদের জন্য প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয় করছে। ব্যাংক কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে অবৈধ কর্মকর্তাদের যোগ্যতা যাচাই পরীক্ষা আয়োজন করলেও বেশিরভাগ কর্মকর্তা অংশগ্রহণ থেকে বিরত থাকে। যারা পরীক্ষায় অংশ নেননি, তাদেরকে OSD করা হয়েছে এবং বিদ্রোহী ৪০০ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে।
বক্তারা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন নয়। এই পদক্ষেপের মাধ্যমে শেয়ারহোল্ডার ও গ্রাহকরা ব্যাংককে মাফিয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। এছাড়া তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে যোগ্য ও সৎ প্রার্থী নিয়োগের দাবি করেন।
মানববন্ধন থেকে ঘোষিত হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে অবৈধ কর্মকর্তাদের অপসারণ না হলে আরও বৃহত্তর আন্দোলন পরিচালিত হবে।


