শেয়ার বাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আব্দুল হালিম তার পুত্রকে গুরুত্বপূর্ণ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, উদ্যোক্তা ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩টি শেয়ার উপহার হিসেবে দিতে যাচ্ছেন।
সূত্র জানায়, আব্দুল হাকিম, যিনি ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে এই শেয়ার গ্রহণ করতে পারবেন। ব্যাংকের পক্ষ থেকে এই শেয়ার হস্তান্তরকে স্বাভাবিক পারিবারিক বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।
শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং স্ট্রাকচারের তথ্য অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকগণের হাতে মোট শেয়ারের ৪১.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩.১৪ শতাংশ শেয়ার রয়েছে।


