Monday, November 17, 2025
Home পুঁজিবাজার টানা ছুটি শেষে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার

টানা ছুটি শেষে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে টানা চারদিনের ছুটি শেষ হয়েছে গতকাল। ব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলো খুলছে আজ থেকে। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী গত ১ অক্টোবর নির্বাহী আদেশে এসব প্রতিষ্ঠানে ছুটি ছিল। এরপর ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে আরেকদিন ছুটি, ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট চারদিন আর্থিক খাতের কার্যক্রম বন্ধ ছিল। লেনদেন হয়নি দেশের দুই শেয়ারবাজারেও। ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে ব্যাংকের সাধারণ কার্যক্রম, স্বাভাবিক লেনদেন চালু হচ্ছে পুঁজিবাজারেও।

দুর্গাপূজার ছুটি শেষে ৫ অক্টোবর থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়।

ব্যাংকের গ্রাহকরা জানিয়েছেন, গত কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় সরাসরি টাকা জমা ও তোলার সুযোগ ছিল না। তবে এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং ও অন্যান্য মাধ্যমে লেনদেনের সুযোগ থাকায় খুব বেশি সমস্যা হয়নি। সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা জানান, চারদিন ব্যাংকের অফিস বন্ধ থাকলেও খোলা ছিল সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা। অর্থাৎ কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা ও লেনদেনের সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী সারা দেশে ব্যাংকগুলোর এখন ১২ হাজার ৮১৪টি এটিএম বুথ ও ৭ হাজার ৬৪৩টি সিআরএম রয়েছে। পিওএস রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩২৭টি। ব্যাংকগুলো এখন পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ ডেবিট কার্ড ইস্যু করেছে। ফলে কার্ড দিয়ে টাকা তোলা, পয়েন্ট অব সেলে (পিওএস) গিয়ে লেনদেনসহ এমএফএসের মাধ্যমে গ্রাহকরা লেনদেন চালিয়েছেন।

এটিএম বুথের পাশাপাশি সার্বক্ষণিক চালু ছিল ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের নিজস্ব অ্যাপসহ ইন্টারনেটভিত্তিক সেবাগুলোর মাধ্যমেও লেনদেনের সুযোগ ছিল। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহককে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুযোগ থাকায় এ ব্যবস্থায়ও লেনদেন চালিয়ে গেছেন গ্রাহকরা। এর সঙ্গে চালু ছিল বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা...

৫৮তম বিবাহবার্ষিকীর দিন মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি...

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। বাজার সংশ্লিষ্ট...

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের নিয়মিত সভা ১৭ নভেম্বর ২০২৫, সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উন্নয়ন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ...

Recent Comments