বাংলা বর্ষপঞ্জির আশ্বিনে সাধারণত আকাশে মেঘ–রোদ খেলা করে, নদীপাড়ে কাশফুল দোলে, আবহাওয়া থাকে আরামদায়ক। কিন্তু এবারের আশ্বিনে ঢাকাবাসী পাচ্ছেন ভিন্ন অভিজ্ঞতা।
রোববার মধ্যরাত থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে নেমেছে মুষলধারে বৃষ্টি। বজ্রসহ এই বৃষ্টি অব্যাহত ছিল ভোর পর্যন্ত। এরপর সকালেও কালো মেঘ জমে ভারি বর্ষণ হয়। এতে নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। কর্মব্যস্ত সকালেই নগরবাসী পড়েন তীব্র দুর্ভোগে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রেকর্ড করা হয় ৭১ মিলিমিটার।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। সোমবার সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে, তাপমাত্রাও কিছুটা বাড়বে। অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নেবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।