বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি. এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান সেলিস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সেলিস বাংলাদেশের কর্মীদের জন্য আধুনিক ও বিশেষায়িত ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা প্রাইম ব্যাংক থেকে বিভিন্ন আকর্ষণীয় ও কাস্টমাইজড ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
চুক্তি অনুযায়ী, কর্মীরা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, বিশেষ শর্তে ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধাসহ অগ্রাধিকারভিত্তিক কনজ্যুমার ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এতে তাদের আর্থিক লেনদেন আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ইমার্জিং মার্কেট ও পে-রোল ব্যাংকিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেলিস বাংলাদেশের পক্ষ থেকেও প্রশাসন ও ব্যবস্থাপনা পর্যায়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। এ চুক্তিকে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।


