Thursday, September 25, 2025
Home ব্যাংক-বীমা ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন

ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত- ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন, যাদের মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত বছরের ডিসেম্বরে কর্মী ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। নারী কর্মীর সংখ্যা জুনে কমে হয়েছে ৩৫ হাজার ৭৮২ জন, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগে নারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে ১ হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মীর সংখ্যা বেড়েছে ৮৮৯ জন। হ্রাসের মূল প্রভাব পড়েছে বেসরকারি ব্যাংকে।

সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন, বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে ৪ জন। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিগত সরকারের সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী। যদিও মোট নারী কর্মী কমেছে, উচ্চপর্যায়ে নারীর অংশগ্রহণ সামান্য বেড়েছে। জুনে উচ্চ পদে নারীর অংশ ১০ দশমিক ২৫ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর উপস্থিতি কমে ১৭ দশমিক ৬৬ শতাংশে নেমেছে। পরিচালনা পর্ষদে নারীর অংশও সামান্য কমে ১২ দশমিক ৯৭ শতাংশে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে...

মুন্নু সিরামিকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের...

কারো পিঠের চামড়া থাকবে না, পলাতক নওফেলের হুমকি

ছাত্র-জনতাকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী পরিষদের সমালোচিত সদস্য ও সাবেক এই...

নৌকা প্রতীক স্থগিত, শাপলা নেই ১১৫টি প্রতীকের তালিকায়

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে তালিকায় নেই শাপলা প্রতীক। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন...

Recent Comments