মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে সম্প্রতি একটি গ্রাহক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিপুলসংখ্যক গ্রাহক ও ব্যাংক এজেন্ট অংশগ্রহণ করেন। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। ব্যাংক এশিয়ার ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ইভিপি মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গ্রাহকদের ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এ সময় প্রবাসী আয় ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের প্রশ্ন ও অভিজ্ঞতা ভাগ করে নেন, যা গ্রাহক-ব্যাংক সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে।


