জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে। আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে এক বিশাল সমাবেশের মাধ্যমে এ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে চলেছে। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দলের সম্ভাব্য নাম হতে পারে ‘জাতীয় নাগরিক পার্টি’ বা ‘গণতান্ত্রিক নাগরিক পার্টি’।
নতুন রাজনৈতিক দলটির নেতৃত্বে থাকছেন গণ-আন্দোলনের পরিচিত কিছু মুখ। দলটির আহ্বায়ক হিসেবে থাকতে পারেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হতে পারেন আখতার হোসেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন হাসনাত আব্দুল্লাহ, আর উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন সারজিস আলম। এছাড়া, মুখ্য সমন্বয়ক করা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারীকে, যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হান্নান মাসউদ, আর দফতর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে। দলটি কী ধরনের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি গ্রহণ করবে, তা আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম ঘোষণা দিয়েছিলেন যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। একই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠন। এ সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক, প্রবাসী বাংলাদেশিরা এবং গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ-অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে গঠিত এই নতুন রাজনৈতিক শক্তি ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।