নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করার সময়সীমা অন্তত ৯০ দিন বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে গিয়ে দলটির পক্ষ থেকে লিখিতভাবে এই আবেদন জমা দেন যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন এবং সদস্য মনিরুজ্জামান।
‘নির্বাচন কমিশন সংস্কার ও রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির আবেদন’ শিরোনামের ওই চিঠিতে এনসিপি উল্লেখ করে, বর্তমান আইন ও নির্বাচন কমিশনের গঠনের পদ্ধতি নিয়েই প্রশ্ন রয়েছে। তারা মনে করে, ২০২২ সালের বিতর্কিত আইনের অধীনে গঠিত সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অতীতে শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত একাধিক জাতীয় নির্বাচনে অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ রয়েছে। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও দলীয় হস্তক্ষেপ ও পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপি বলেছে, এই পরিস্থিতি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করেছে এবং দেশের জনগণকে এক প্রকার রাজনৈতিক অসহায়ত্বে ঠেলে দিয়েছে।
এনসিপির দাবি, গত বছরের গণ-আন্দোলনের ধারাবাহিকতায় দলটি আত্মপ্রকাশ করে এবং এখন তারা একটি গণতান্ত্রিক, বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে চায়। তবে বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার কিছু শর্ত — যেমন, জেলাভিত্তিক ১০ শতাংশ ও উপজেলাভিত্তিক ৫ শতাংশ কার্যালয় স্থাপনের বাধ্যবাধকতা — নতুন দলের জন্য অতিক্রম করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তারা মনে করে, এই বিধিমালাগুলো মূলত বড় ও প্রতিষ্ঠিত দলগুলোর একচেটিয়া আধিপত্য বজায় রাখতে প্রণীত। এনসিপি চায়, নতুন দলগুলোর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী বিধান করা হোক এবং নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সময়সীমা বাড়ানো হোক।
চিঠিতে বলা হয়েছে, সংস্কারমূলক আইন প্রণয়ন না করে হঠাৎ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে, অন্তত ৯০ দিন সময় বাড়িয়ে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নিবন্ধন প্রক্রিয়ার সুযোগ তৈরি করা হোক।