Tuesday, June 17, 2025
Home জাতীয় সারাদেশ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিট থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোরের দিকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়। এতে নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে এবং ভোর ৫টার পর থেকে নৌচ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, “নৌপথে নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।”কুয়াশার কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটলেও নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি এখনো গড়ে ওঠেনি বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। তবে কুয়াশা দীর্ঘসময় স্থায়ী হলে যানজটের আশঙ্কা রয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও চালকরাও বিপাকে পড়েছেন।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুশ্চিন্তায় রয়েছেন। ঢাকা থেকে আসা ট্রাকচালক হাসান আলী বলেন, “ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। কখন চলবে জানা নেই। পণ্য নিয়ে দেরি হলে সমস্যা হবে।” একইভাবে, গোপালগঞ্জগামী যাত্রী রাশেদুল ইসলাম বলেন, “কাজের তাড়া আছে, কিন্তু কখন ফেরি চলবে তা নিশ্চিত নই। বাধ্য হয়ে অপেক্ষা করছি।” বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার মাত্রা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের...

২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে

২০২৫ সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র (NID) পাননি বা নতুন ভোটার হননি, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার ঘরে বসেই অনলাইনে আবেদন...

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর...

পোশাক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ ইরান-ইসরায়েল যুদ্ধ: বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি

বাংলাদেশের পোশাক শিল্প এমনিতেই স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ, উচ্চ ব্যাংক সুদ ও মূল্যস্ফীতিসহ নানা কারণে নিষ্পেষিত দেশের...

Recent Comments