দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিট থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোরের দিকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়। এতে নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে এবং ভোর ৫টার পর থেকে নৌচ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, “নৌপথে নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।”কুয়াশার কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটলেও নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি এখনো গড়ে ওঠেনি বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। তবে কুয়াশা দীর্ঘসময় স্থায়ী হলে যানজটের আশঙ্কা রয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও চালকরাও বিপাকে পড়েছেন।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুশ্চিন্তায় রয়েছেন। ঢাকা থেকে আসা ট্রাকচালক হাসান আলী বলেন, “ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। কখন চলবে জানা নেই। পণ্য নিয়ে দেরি হলে সমস্যা হবে।” একইভাবে, গোপালগঞ্জগামী যাত্রী রাশেদুল ইসলাম বলেন, “কাজের তাড়া আছে, কিন্তু কখন ফেরি চলবে তা নিশ্চিত নই। বাধ্য হয়ে অপেক্ষা করছি।” বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার মাত্রা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।