ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে তার ভাড়া বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রয়েল উপজেলার দাওসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুস সোবাহানের ছেলে। স্থানীয়রা জানান, সাইদুর রহমান দ্বিতীয় স্ত্রী নাসিমার সঙ্গে ফুলবাড়িয়া বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রয়েল ও তার স্ত্রী নাসিমার মধ্যে তীব্র ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে চেয়ারম্যান রয়েল তার স্ত্রীকে বেঁধে রাখেন বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এসে নাসিমাকে মুক্ত করেন এবং তাকে বাড়ি নিয়ে যান।
পরবর্তীতে, বৃহস্পতিবার থেকে রয়েলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। তার ফোন বন্ধ থাকায় এবং বাসার দরজা বন্ধ থাকায় উদ্বিগ্ন স্বজনরা খোঁজ নিতে শুরু করেন। শনিবার সকালে রয়েলের বোন তার খোঁজে বাসায় যান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি রয়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, রয়েল একজন সৎ ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তবে ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ ও অন্যান্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রয়েলের অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্য ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাজা ও দাফন সম্পর্কে সিদ্ধান্ত ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।


