Tuesday, July 15, 2025
Home জাতীয় কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি কৃষক মজুর সংহতির

কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি কৃষক মজুর সংহতির

দেশের কৃষকরা বাজেটে পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছেন না বলে অভিযোগ তুলে বাংলাদেশ কৃষক মজুর সংহতি আজ রাজধানীর প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনাসভার আয়োজন করে। সেমিনারের শিরোনাম ছিল ‘কৃষি খাতে সরকারি বাজেট বরাদ্দ ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি’। আলোচকরা বলেন, কৃষিতে বাস্তবসম্মত বিনিয়োগ এবং ফসলের লাভজনক দাম নিশ্চিত না হলে কৃষকদের দুর্দশা আরও বাড়বে।

কেন্দ্রীয় সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেন, ‘বাজেটের কৃষিখাতে বরাদ্দ বাড়ানোসহ ফসলের লাভজনক দাম কৃষককেই সংগ্রাম করেই আদায় করতে হবে। সরকারি-বেসরকারি খাতে কৃষিতে বাস্তব বিনিয়োগ নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই।’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে কৃষকের প্রত্যাশা পূরণের ধারে কাছেও যায়নি কৃষি বাজেট।’ তিনি আরও বলেন, ‘গতানুগতিক বাজেট কাঠামোর মধ্যে থেকে কৃষিখাতে কোনো গঠনমূলক পরিবর্তন সম্ভব নয়। সরকারি ব্যবস্থার অদক্ষতা ও দুর্নীতির কারণে কৃষিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর হয় না।’

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ অপরিহার্য। তবে সেই বিনিয়োগ এমন হতে হবে, যা একদিকে কৃষকের স্বার্থ রক্ষা করে, অন্যদিকে মাটি, পানি, প্রাণ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখে।’

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘বাজেটের কাঠামো গতানুগতিক ও নিস্পৃহ। এই বাস্তবতায় কৃষকের পক্ষের কোনো ইতিবাচক পরিবর্তন আশা করা যায় না। রাষ্ট্র যখন কৃষকের কথা শোনে না, তখন লড়াই করেই নিজেদের হিস্যা আদায় করতে হয়।’ তিনি আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও কৃষিবান্ধব অর্থনীতির জন্য একটি সাহসী ও টেকসই উদ্যোগ গ্রহণ করবে। কৃষক যেন প্রকৃত উপকারভোগী হয়, বিএনপি সেই লক্ষ্যেই কাজ করবে।’

সেমিনারে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলিমের সঞ্চালনায় সূচনাপর্বে যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে একটি ধারণাপত্র উত্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই ইলাহি, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, অর্থ সম্পাদক লিটন, কৃষক ঐক্য পরিষদের সুলতান আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক তুহিন ফারাজি, সেমিনারে কৃষক, শ্রমিক ও ছাত্র সংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন, প্রকৃত কৃষি উন্নয়নের জন্য প্রণোদনার চেয়ে বেশি জরুরি হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দায়িত্বশীল বিনিয়োগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই

বাংলাদেশের ব্যবসা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিত্ব, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস...

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক নীতিতে আস্থা বাড়ছে

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে ‘ভবিষ্যতের পথনির্দেশক’ হিসেবে উল্লেখ করে এর প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।...

জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত ঐকমত্যের আহ্বান ড. আলী রীয়াজের

রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন জুলাই মাসের মধ্যেই একটি জাতীয়...

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ...

Recent Comments