ঈদুল আযাহা উপলক্ষে আপরুপ সৃষ্টি ও কালা চশমা পইরা বিয়াইন হইছে রে স্মার্ট ‘ শিরোনামে ২ টি মৌলিক গান বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় কন্ঠশিল্পি কবির বাঙালি’র কন্ঠে প্রকাশ হবে বলে জানিয়েছন কন্ঠশিল্পি কবির বাঙালি নিজেই।
সাদমান সৌমিক জ্যোতি কথা ও সুরে’ আপরুপ সৃষ্টি অপরদিকে শহিদুল ইসলামে’র কথা ও সুরে কালা চশমা পইরা বিয়াইন হইছে রে স্মার্ট গান দুটি শ্রোতা নন্দীত হবে বলেও জানান এ গুনি শিল্পি । মেহদী হাসান বাপনে’র সংগীত আয়োজনে আগামীতে ব্যতিক্রম উপস্থাপনায় অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার র্শীর্ষে থাকবে গান দুটি। এমন বিশ্বাস সংশ্লিষ্টদের।
কবির বাঙালি বলেন দুটি গানই অনেক সুন্দর ভাবে পরিবেশন করার চেষ্টা করেছি, শ্রোতা দর্শকরা শুনে অনেক অনন্দ পাবে এটা আমার বিশ্বাস’ গান দুটি প্রকাশ হবে কল্পনা মিডিয়া ব্যানারে
কল্পনা মিডিয়া’র কর্ণধার জুয়েল হালদার বলেন কবির বাঙালি’র গান দুটিই অসাধারণ হয়েছে আমরা খুব আল্প সময়ে’র মধ্যেই গান দুটি’র শুটিং শেষ করবো’ সবাই পাশে থাকাবেন।