সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কোম্পানিটির শেয়ার।
দিনশেষে মুন্নু ফেব্রিক্সের মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ২২ লাখ টাকা, যা ওই দিনের সর্বোচ্চ। এর মাধ্যমে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।
লেনদেনের পরিমাণের বিচারে দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৮ কোটি ১৩ লাখ টাকার। একই দিনে উল্লেখযোগ্য লেনদেন করে তৃতীয় স্থানে উঠে আসে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, যার মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষ দশের তালিকায় আরও জায়গা করে নিয়েছে ফাইন ফুডস লিমিটেড, লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন মিলস এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এসব কোম্পানির শেয়ারে দিনভর সক্রিয় লেনদেন লক্ষ্য করা গেছে।


