Friday, December 19, 2025
Home জাতীয় আজ দেশে পৌঁছাচ্ছে জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির মরদেহ

আজ দেশে পৌঁছাচ্ছে জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির মরদেহ

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে ইন্তেকালের পর তার মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ছাড়বে এবং সন্ধ্যা ৬টার কিছু পর ঢাকায় অবতরণের সম্ভাবনা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার অবদান স্মরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগে থেকে সাহসী ভূমিকার জন্য তিনি তরুণদের মধ্যে বিশেষভাবে পরিচিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি নিয়মিত বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে আন্দোলনের বার্তা তুলে ধরতেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর ঢাকায় জানাজার সময়সূচি ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। এ উপলক্ষে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ আন্দোলনকর্মীকে হারাল বলে মন্তব্য করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জনতার মারধরে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত...

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে গরিবের খাদ্যতালিকা থেকে হারাচ্ছে আমিষ

মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দাবি থাকলেও বাস্তবে দেশের খুচরা বাজারে চিত্র ভিন্ন। মধ্যস্বত্বভোগী ও খুচরা বিক্রেতাদের সমন্বিত কারসাজিতে দিন দিন অস্থির হয়ে উঠছে মাছের বাজার।...

আজ দেশে পৌঁছাচ্ছে জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির মরদেহ

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে ইন্তেকালের পর...

হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রাজপথে টানা কর্মসূচি

জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে...

Recent Comments