রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই শীর্ষ পদাধিকারী গুরুত্বপূর্ণ সংলাপে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রশংসা করেন। তিনি প্রধান বিচারপতির পেশাদারিত্ব, দায়িত্বনিষ্ঠা ও দেশের বিচারব্যবস্থা দৃঢ় করার ক্ষেত্রে অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, “আপনার নেতৃত্বে বিচারব্যবস্থায় স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার মান অনেক উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে।”
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনার সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সমর্থন আমার জন্য অনুপ্রেরণার উৎস ছিল।”
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি তাঁর দায়িত্বকালীন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ রাষ্ট্রপতিকে অবহিত করেন। এতে দেশের বিচারব্যবস্থায় নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ, বিচারিক প্রক্রিয়ার উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত অগ্রগতি তুলে ধরা হয়।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান। এই বৈঠকটি ছিল আনুষ্ঠানিকতা ও আন্তরিকতার সমন্বয়ে গঠিত, যেখানে দেশের শীর্ষ দুই সরকারি পদাধিকারী একে অপরের সহযোগিতা ও অবদানের কথা স্মরণ করেন।


