Wednesday, December 10, 2025
Home জাতীয় প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা

সারা দেশে প্রাথমিক শিক্ষায় নেতৃত্ব সংকট ক্রমশ তীব্র হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বর্তমানে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। অথচ সমান সংখ্যক সহকারী শিক্ষককে পদোন্নতি দিতে পারছে না সরকার। বিভিন্ন মামলার জটিলতার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। মামলা শেষ হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বহু সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কুতুবদিয়া দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ হওয়ায় এখানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শুধু কুতুবদিয়াই নয়, দেশের সব প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকটাই দূর হবে।

এর আগে তিনি উপজেলার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো, অফিসকক্ষসহ সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে শিক্ষার পরিবেশ উন্নয়নে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

পরিদর্শন শেষে উপদেষ্টা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর ও সৈকত সফর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসানসহ স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নির্বাচন প্রস্তুতি যাচাইয়ে আজ রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...

ব্যাংক এশিয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে কর্মসূচি আয়োজিত

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতার লক্ষ্যে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের জন্য একটি কর্মসূচি আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গতকালের ওই...

টাঙ্গাইল ও ফেনীর পর নরসিংদীর বিদ্যুৎ কেন্দ্র বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড নরসিংদীর ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সব স্থায়ী (নন-কারেন্ট) সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর...

বিএপিএলসির সভাপতি নির্বাচিত হলেন রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিষ্টেড কোম্পানীজ-র (বিএপিএলসি) ২০২৬-২০২৭ কার্যকালের জন্য ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ সভাপতি...

Recent Comments