ঢাকার বিশেষ জজ আদালত-৪ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজউক-র পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেছেন। বিচারক রবিউল আলম ১৭ আসামির মধ্যে টিউলিপ সিদ্দিক–কে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা; আদালত হাসিনাকে পাঁচ বছর, রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলায় বাকি ১৪ জন আসামিকেও প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযোগ ছিল— টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে এমপি থাকাকালীন তাঁর ক্ষমতা ব্যবহার করে ও শেখ পরিবারের অন্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০-১০ কাঠা করে প্লট বরাদ্দ পাওয়া।
দুর্নীতি, স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ উচ্চকরণের পর বাংলাদেশে বিষয়টি তদন্ত শুরু হয়। আদালতের কঠোর রায়ে সরকারের শীর্ষ পর্যায়ের অভিজাত ব্যক্তি–পরিবারের বিরুদ্ধে অন্যায় অপরাধ ও গোপন ভাগাভাগি–র অভ্যাস নেই দাবি করে সামাজিক প্রতিক্রিয়া জাগে। কট্টর দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন।
এদিকে, এই রায় সমগ্র রাজনৈতিক প্রেক্ষাপটকে ফের আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে ক্ষমতাসীন বা অভিজাত শ্রেণির মূল্যায়ন, বিচার প্রক্রিয়া ও স্বচ্ছতার বিষয়ে জনগণের আগ্রহ ও তীক্ষ্ণ নজর এখন আগের চেয়ে অনেক বেশি।
এই রায় কর্তৃপক্ষ, রাজনীতি ও সাধারণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপুর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে — কোনোভাবেই ক্ষমতা ও পরিচয় দিয়ে দুর্নীতি করতে পারা যাবে না।


