মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) টানা তৃতীয় বছরের মতো ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ডসে “এক্সেলেন্স ইন প্রিপেইড কার্ডস (অ্যাসোসিয়েট ক্লায়েন্ট)” শিরোপা অর্জন করেছে। ২০২৫ সালের ৪ আগস্ট ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিল ভিসা আয়োজিত “ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫”-এর অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ. মনসুর। মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের কাছ থেকে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার এবং হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন মো. রাশেদ আকতার।
প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রিপেইড কার্ড খাতে উদ্ভাবনী সেবা, উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। ভিসার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে তারা এই সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে।
এমডিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান বলেন, “এটি আমাদের দলের কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি। আমরা সর্বদা উদ্ভাবনী ও গ্রাহক-বান্ধব সেবা প্রদানের মাধ্যমে আমাদের ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছি।”
এই পুরস্কার মিডল্যান্ড ব্যাংকের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের আস্থাকে বাড়িয়ে তুলবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে।


