Thursday, December 11, 2025
Home কর্পোরেট বার্জারের রুপালী চৌধুরী ফিকির নতুন সভাপতি

বার্জারের রুপালী চৌধুরী ফিকির নতুন সভাপতি

ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী।

এছাড়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নেসলে বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউক্রেমা এবং সহ-সভাপতি হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী।

আজ (৭ ডিসেম্বর) হোটেল লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত ফিকির ৬২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।

ফিকির ২০২৪-২০২৫ মেয়াদের বর্তমান সভাপতি জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন রুপালী হক চৌধুরী। আগামী ১ জানুয়ারি নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে। বর্তমান বোর্ডের কার্যকাল শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫।

নবনির্বাচিত সভাপতি রুপালী হক চৌধুরী তার প্রতিক্রিয়ায় জানান, “ফিকির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক। চেম্বারের সদস্য কোম্পানির প্রতিনিধিদের প্রতি আমার উপর তাদের বিশ্বাস ও আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখার লক্ষ্যে ফিকিকে আরও শক্তিশালী ভূমিকা পালনে আমি বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন,“গত দুই বছরে ফিকিকে যে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আমি জাভেদ আখতারকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন পরিচালনা পর্ষদ,সদস্য কোম্পানি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি,প্রয়োজনীয় নীতি সংস্কার এবং ভবিষ্যত প্রস্তুতি,প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।”

বিদায়ী সভাপতি জাভেদ আখতার পরিচালনা পর্ষদ এবং ফিকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“গত দুই বছর ফিকির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় আমরা একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নিয়েছি,যা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন,“বার্ষিক সাধারণ সভা শুধু বছরের সমাপ্তি নয়,বরং ফিকির দীর্ঘ পথচলার সফলতারও উদযাপন। নতুন সভাপতি, জৈষ্ঠ সহসভাপতি  এবং সহসভাপতিসহ আমাদের পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি,নতুন নেতৃত্ব সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করবে এবং বাংলাদেশকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ করবে।”

সমাপনী বক্তব্যে তিনি যোগ করেন,“আমি সম্পূর্ণ আস্থার সঙ্গে দায়িত্ব হস্তান্তর করছি রুপালী হক চৌধুরী কাছে। নতুন বোর্ডকে অগ্রিম শুভেচ্ছা, তাদের নেতৃত্বে ফিকি আরও এগিয়ে যাবে।”

বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত ও বিদায়ী বোর্ড সদস্যসহ ফিকির সদস্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লেনদেনের শীর্ষ স্থানে ডমিনেজ স্টিল

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। দিনের লেনদেনে...

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাওয়ার, বৈদ্যুতিক প্রকৌশল, ইলেকট্রনিক্স ও শিল্প–প্রয়োগ বিষয়ে আইইইই এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দু দিনব্যাপী এ আয়োজন উদ্বোধনী...

টাঙ্গাইল ও ফেনীর পর নরসিংদীর বিদ্যুৎ কেন্দ্র বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

জ্বালানি ও বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড নরসিংদীর ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সব নন-কারেন্ট সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। চলমান...

অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই ঢাকায় ফিরে দেশ ও রাজনীতির হাল ধরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা আব্বাস। তবে তার ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে...

Recent Comments