Thursday, November 20, 2025
Home আন্তর্জাতিক নিবন্ধন শুরু, যে প্রক্রিয়ায় ভোটার হবেন প্রবাসীরা

নিবন্ধন শুরু, যে প্রক্রিয়ায় ভোটার হবেন প্রবাসীরা

বিশ্বের বিভিন্ন দেশে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এসব ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ জন্য প্রবাসীদের নিবন্ধন বাধ্যতামূলক, আর সেই নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ উন্মুক্ত করেছে ইসি।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটির উদ্বোধন করেন। এরপর থেকেই নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হয়েছে। আগ্রহীরা ‘গুগল প্লে স্টোর’ বা ‘অ্যাপল স্টোর’-এ গিয়ে ‘Postal Vote BD’ সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে সাতটি ধাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

আজ (বুধবার) থেকে বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। এই প্রক্রিয়া চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর দেশের ভেতরে বিশেষ তিন ধরনের নাগরিক এবং বাদ পড়া প্রবাসীদের জন্য ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে।

কীভাবে নিবন্ধন করবেন
উদ্বোধনী অনুষ্ঠানে আইটি–নির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান। তিনি জানান, প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের ঠিকানাই নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে। প্রবাসে ব্যবহৃত ফোন নম্বরই হবে ‘ইউজার নেম’।

বাংলাদেশে বসে বা অন্য কোনো দেশে বসে অন্য দেশের নামে নিবন্ধনের সুযোগ নেই। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বহুপক্ষীয় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাপে ধাপে ধাপে নির্দেশনা, ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইন থাকবে, যা ব্যবহারকারীদের পুরো প্রক্রিয়া অনুসরণে সহায়তা করবে। নিবন্ধন সম্পন্ন করতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। নিবন্ধিত প্রবাসীদের জন্য পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। তবে প্রবাসে নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়া যাবে না। নিবন্ধন প্রতিটি অঞ্চলে বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে পঞ্চম দিনের রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

কোন অঞ্চলে কবে নিবন্ধন সির নির্ধারিত সময়সূচি অনুযায়ী—

মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকা: ১৯–২৩ নভেম্বর

উত্তর আমেরিকা ও ওশেনিয়া: ২৪–২৮ নভেম্বর
ইউরোপ: ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর

সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর

সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ: ১৪–১৮ ডিসেম্বর তালিকায় নেই এমন দেশ ও সময়মতো নিবন্ধন করতে না পারা প্রবাসীরা: ১৯–২৩ ডিসেম্বর

উল্লেখ্য, সব মিলিয়ে ১৪৩টি দেশের প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ৪০ দিনব্যাপী এ নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সুরক্ষা ও স্বাস্থ্যবিধির বার্তা নিয়ে হারপিক বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উদযাপন

বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর লেকশোর হাইটস হোটেলে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ আয়োজন করে হারপিক বাংলাদেশ। দেশের স্যানিটেশন...

সাউথইস্ট ব্যাংকে ডেপুটি এমডি হিসেবে যোগ দিলেন সেকান্দার-ই-আজম

  সাউথইস্ট ব্যাংক পিএলসি–তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার মো. সেকান্দার-ই-আজম। ২০ নভেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায়...

ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায়

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফের পুনর্বহাল...

আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো

বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে ৩ নভেম্বর দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও যুগপৎ আন্দোলনের শরিকদের আসনগুলো এখনো চূড়ান্ত করেনি। এব্যাপারে দ্রুত ফয়সালা চায় মিত্র...

Recent Comments