তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে।
এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেয়া হয়েছে, যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। ওই সংবাদ সম্মেলনেই এসব তথ্য তুলে ধরেন তিনি। গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর নতুন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।