বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই ঢাকায় ফিরে দেশ ও রাজনীতির হাল ধরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা আব্বাস।
তবে তার ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মির্জা আব্বাস বলেন, “আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরী আমাদের নেতা তারেক রহমানের মত মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।
বুধবার সকালে রাজধানীর ফার্মগেইটের ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন মির্জা আব্বাস।


