আসন্ন রমজান মাসে মসজিদে হারাম ও মসজিদে নববিতে যারা তারাবিহ নামাজ পড়াবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী এ বছর (১৪৪৬ হিজরি, ২০২৫ খৃষ্টাব্দ) রমজানে মসজিদে হারামে তারাবিহ নামাজের ইমাম থাকবেন ৭ জন এবং মসজিদে নববিতে তারাবিহ নামাজের ইমাম থাকবেন ৮ জন। নির্ধারিত শিডিউল অনুসারে প্রতিদিন তারবিহ পড়াবেন ২ জন বা ৩ জন ইমাম।
মসজিদে হারামে যে সাত জন ইমাম তারাবিহ পড়াবেন
১. শায়খ আবদুর রহমান আস-সুদাইস
২. শায়খ মাহের আল মুয়াইকিলি
৩. শায়খ আব্দুল্লাহ জুহানি
৪. শায়খ বান্দার বালিলাহ
৫. শায়খ ইয়াসির আদ-দাওসারি
৬. শায়খ বাদার আত-তুর্কি
৭. শায়খ ওয়ালিদ আস-সামছান
মসজিদে নববিতে যে আট জন ইমাম তারাবিহ পড়াবেন
১. শায়খ আহমাদ হুদাইফি
২. শায়খ সালেহ বুদাইর
৩. শায়খ খালেদ মুহান্না
৪. শায়খ আব্দুল্লাহ কারাফি
৫. শায়খ আব্দুল্লাহ বুওয়াইজান
৬. শায়খ মুহাম্মাদ বারাহজি
৭. শায়খ আহমাদ তালেব
৮. শায়খ মুহসিন আল কাসেম