সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। গত বুধবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান, ম্যানেজার অপারেশনস, উপ-শাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মিজানুর রহমান আকন, অতিথি বক্তা হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি ক্যামেলস রেটিং এবং আইসিআরআরএস বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ব্যাংকের আর্থিক ঝুঁকি মূল্যায়ন, গ্রাহকের ঋণযোগ্যতা নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মসূচির উদ্বোধন করেন এবং এই রেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশ নেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক ইনামুল হক এবং রমজান আলী আইসিআরআরএস ব্যবহারের নতুন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।