পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি তার প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে রানার অটোমোবাইলস পিএলসির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২৭ পয়সা।
এছাড়া, কোম্পানির ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ১০ পয়সা, যা গত বছরের প্রথম প্রান্তিকের ৮ টাকা ৩৮ পয়সার তুলনায় কিছুটা কমেছে।
৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৫ টাকা ৭৭ পয়সা।