Tuesday, June 17, 2025
Home জাতীয় তেঁতুলিয়ায় তাপমাত্রার পতনে কনকনে শীত, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই

তেঁতুলিয়ায় তাপমাত্রার পতনে কনকনে শীত, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শনিবার ভোরে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম। শুক্রবার ভোরে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, এই অঞ্চলে পৌষ-মাঘ মাসে শীতের প্রকোপ আরও বাড়বে। ভোরে ঠান্ডার পরিমাণ বেশি থাকলেও সকাল ১০টার পর সূর্যের তাপ কিছুটা বাড়ে। তবে সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাসে ঠান্ডা আবার বাড়তে থাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের তীব্রতা এত দ্রুত বাড়বে তা কল্পনা করেননি। ইতোমধ্যে শীতবস্ত্র বের করতে বাধ্য হয়েছেন তারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রকোপ আরও তীব্র হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্যের কারণে জনজীবনে প্রভাব পড়েছে।

শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। পঞ্চগড় সদর হাসপাতাল এবং তেঁতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বৃদ্ধরা সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে, তাপমাত্রা আরও কমলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এমন অবস্থায় চিকিৎসক ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে শীতজনিত রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় শীতবস্ত্র ব্যবহার, খাবারে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বও তুলে ধরা হয়েছে।

পঞ্চগড়ের শীতের এই চিত্র শীতের প্রস্তুতির ওপর জোর দিতে ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা শীতার্তদের সাহায্যে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লেনদেনের তালিকায় শীর্ষে তৌফিকা ফুডস এন্ড লাভেলো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ জুন) লেনদেনে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয় এদিন। শীর্ষ লেনদেনকারী কোম্পানির তালিকায়...

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

প্রতিদিনই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের...

তেহরান থেকে দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ

ইসরাইলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের...

বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের...

Recent Comments