এনবিআর চেয়ারম্যান বলেন, সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে। গতবারের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত রাজস্ব সংগ্রহ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।