Saturday, October 18, 2025
Home জাতীয় শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে রিয়াদ থেকে ঢাকাগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার কারণে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রথমেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নেভাতে বর্তমানে ২০টি ইউনিট কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, আগুন লাগা সেকশনে আমদানি করা পণ্য মজুদ রাখা থাকে। এই কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা ও বিমান বাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন কোনো যাত্রী টার্মিনাল বা যাত্রী বহনকারী বিমানে ছড়িয়ে পড়েনি। তবে কার্গো সেকশনে সংরক্ষিত মালামালের কিছু ক্ষতি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং আগুন নেভানোর পর বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য জানানো হবে।

ফলে, ঢাকা-সৌদি আরব রুটের বিমান চলাচলে সাময়িক অসুবিধা দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইটগুলো স্বাভাবিক নিয়মে পরিচালনা করা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাম্প্রতিক সময়ে আগুনের এই ঘটনা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে রিয়াদ থেকে ঢাকাগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট...

শাপলা চত্বরের শহীদদের স্মরণে স্বর্ণাক্ষরে নাম লেখা হবে: আসিফ মাহমুদ

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখে স্মরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়...

রোববার হাইকোর্ট খুলছে, তত্ত্বাবধায়ক ফেরানোর মামলা নিষ্পত্তির অপেক্ষায়

৪৫ দিন টানা অবকাশকালীন ছুটির পর আগামীকাল খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী অবকাশকালীন এই ছুটি পর প্রথম দিন প্রধান বিচারপতি একটি...

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত...

Recent Comments