Saturday, October 18, 2025
Home অর্থ-বানিজ্য শাপলা চত্বরের শহীদদের স্মরণে স্বর্ণাক্ষরে নাম লেখা হবে: আসিফ মাহমুদ

শাপলা চত্বরের শহীদদের স্মরণে স্বর্ণাক্ষরে নাম লেখা হবে: আসিফ মাহমুদ

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখে স্মরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (১৮ অক্টোবর) এ কথা জানান।

তিনি বলেন, “শাপলা চত্বরে শহীদদের স্বীকৃতি প্রদানের এই উদ্যোগ আমাদের জন্য গর্বের। যারা ঐ দিন শহীদ হয়েছেন, তাদের নাম চত্বরের স্থায়ী স্থাপনায় লেখা হবে।”

এই উপলক্ষে একই দিনে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শহীদদের পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২০১৩ সালের হত্যাকাণ্ডে নিহত ৭৭টি পরিবারকে মোট ৭ লাখ ৭৪ হাজার টাকা প্রদান করা হয়।

আসিফ মাহমুদ আরও বলেন, “২০১৩ সালের ৫ মে আমার বয়স তখন ১৫। ক্লাস নাইন-এ পড়তাম। সেই বর্বর হত্যাযজ্ঞের ভয়াবহ স্মৃতি আজও আমার চোখে ভাসে। তখন সারা বাংলাদেশ পরিস্থিতি প্রত্যক্ষ করেছে, কিন্তু ক্ষমতাসীনদের প্রভাবশালী কিছু মহল সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। শহীদদের পরিবারগুলোও তখন পরিচয় প্রকাশ করতে ভয় পেতো।”

তিনি শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা চাই, যারা গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের স্মরণ শুধু স্মৃতিচারণে সীমাবদ্ধ না থেকে দেশের ইতিহাসে স্থায়ীভাবে স্থান পাক।”

উল্লেখ্য, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন এবং ২০২১ সালের মার্চে বিক্ষোভ কর্মসূচির সময় সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতিচারণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে এই উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে রিয়াদ থেকে ঢাকাগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট...

শাপলা চত্বরের শহীদদের স্মরণে স্বর্ণাক্ষরে নাম লেখা হবে: আসিফ মাহমুদ

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখে স্মরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়...

রোববার হাইকোর্ট খুলছে, তত্ত্বাবধায়ক ফেরানোর মামলা নিষ্পত্তির অপেক্ষায়

৪৫ দিন টানা অবকাশকালীন ছুটির পর আগামীকাল খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী অবকাশকালীন এই ছুটি পর প্রথম দিন প্রধান বিচারপতি একটি...

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত...

Recent Comments